আবার হাঁটতে পারছেন ১০৭ জন
নানা দুর্ঘটনায় পা হারিয়েছিলেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কর্মীরাও। আবার হাঁটতে পারবেন, ফিরে যেতে পারবেন স্বাভাবিক জীবনে—এমন আশা ছেড়েই দিয়েছিলেন তাঁরা। তাই আশাতীতভাবে আবার যখন পা ফিরে পেলেন, পেলেন নতুন করে হাঁটতে পারার নিশ্চয়তা, আনন্দে ভরে ওঠে তাঁদের মন; তাঁরা স্বপ্ন দেখছেন আগের মতো জীবনের। দুর্ঘটনায় পা হারানো ১০৭ জনকে এমন আনন্দে ভাসিয়েছে বাংলাদেশের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল)...
Posted Under : Health News
Viewed#: 31 Favorites#: 1
আরও দেখুন.

